আপনজন ডেস্ক: বেঙ্গালুরু ও হায়দরাবাদ ভারতের দক্ষিণের দুই রাজ্য কর্ণাটক ও তেলেঙ্গানার রাজধানী। নানা বিষয়ে তাদের মাঝেমধ্যে ঝামেলায় জড়াতে দেখা যায়।
আইপিএলে ট্রাভিস হেড আবার দুই রাজ্যের দলের হয়েই খেলেছেন। ২০১৬ ও ২০১৭ মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কাটানো হেড এখন খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। বিজ্ঞাপনে বেঙ্গালুরুকে খোঁচা দিতে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবা কোম্পানি উবার হয়তো অস্ট্রেলিয়ার এই ওপেনারকেই উপযুক্ত মনে করেছে।
কিন্তু বিজ্ঞাপনে হেডকে দিয়ে বেঙ্গালুরুকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটিকে অপমানজনক মনে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের। উবারের বিরুদ্ধে তাই দিল্লি উচ্চ আদালতে মামলা করেছে তারা।
গত ৫ এপ্রিল একটি বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করে উবার। ৫৮ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, উবার চালককে সঙ্গে নিয়ে ট্রাভিস হেড একটি স্টেডিয়ামে যান (যেটিকে বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়াম বোঝানো হয়েছে)। সেখানে বেঙ্গালুরুর-হায়দরাবাদ ম্যাচ হওয়ায় কথা।
বিজ্ঞাপনের শুরুতে হেড বলেন, ‘বেঙ্গালুরু, তোমরা কি হেডেকের (মাথাব্যথা) জন্য প্রস্তুত?’ এরপর স্টেডিয়ামের গেটে গিয়ে পাহারাদারদের জানান, তিনি সম্প্রচারকর্মী। এই কথা বলে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন।
এরপর সঙ্গে নিয়ে আসা স্প্রে পেইন্টিং বের করে বেঙ্গালুরুর নামের ওপর ‘রয়্যালি চ্যালেঞ্জড’ লিখে দেন হেড। পাহারাদাররা সেটি বুঝতে পেরে হেড ও তাঁর এক সঙ্গীকে তাড়া করেন। বিপদ আঁচ করতে পেরে হেড সঙ্গে সঙ্গে দৌড়ে স্টেডিয়াম ত্যাগ করেন এবং বাইরে অপেক্ষারত উবারের বাইকে চড়ে পালিয়ে যান। পালিয়ে যেতে যেতে হেড বলেন, ‘আমি ট্রাভিস হেড এবং আমরা হায়দ্রাবাদি।’
বিজ্ঞাপনটি দেখার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালিকপক্ষের মনে হয়েছে, উবার তাদের ব্র্যান্ডকে নিয়ে উপহাস করেছে। এ কারণে তারা দিল্লি উচ্চ আদালতে উবারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে।
বিজ্ঞাপনে স্প্রে পেইন্টিং বের করে বেঙ্গালুরুর নামের ওপর ‘রয়্যালি চ্যালেঞ্জড’ লিখে দেন ট্রাভিস হেড
বিজ্ঞাপনে স্প্রে পেইন্টিং বের করে বেঙ্গালুরুর নামের ওপর ‘রয়্যালি চ্যালেঞ্জড’ লিখে দেন ট্রাভিস হেডছবি: ভিডিও থেকে নেওয়া
বেঙ্গালুরুর আইনি প্রতিনিধি শ্বেতশ্রী মজুমদারের দাবি, বেঙ্গালুরুর ব্র্যান্ডকে ছোট করতেই ইচ্ছাকৃতভাবে এমন বিজ্ঞাপন বানানো হয়েছে। এটা করতে উবার বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার ট্রাভিস হেডকে ব্যবহার করেছে। শ্বেতশ্রী মজুমদার আদালতকে আরও জানিয়েছেন, উবার বেঙ্গালুরুর জনপ্রিয় স্লোগান নিয়েও উপহাস করেছে।
আইপিএলের শুরু থেকেই খেলে আসা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পর্যন্ত একটিবারও শিরোপা জিততে পারেনি। এরপরও তারা একটি স্লোগানকে সামনে রেখে প্রতি বছর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে খেলতে নামে।
কন্নড় ভাষায় স্লোগানটি হলো ‘এ সালা কাপ নামদে’ (এর অর্থ—এ বছর কাপ আমাদের)। কিন্তু কোনোবারই কাপ তাদের হয় না বলে অন্য দলের সমর্থকেরা বেঙ্গালুরুকে খোঁচা দেয়। বিজ্ঞাপনেও এই স্লোগান ব্যবহার করা হয়েছে। আদালতকে শ্বেতশ্রী মজুমদার জানিয়েছেন, বেঙ্গালুরুর অনুমতি না নিয়েই উবার তাদের বিজ্ঞাপনে স্লোগানটি ব্যবহার করেছে।
তবে উবার জানিয়েছে, কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বিজ্ঞাপনটি তৈরি করা হয়নি। মামলাটিকে তারা বেঙ্গালুরু কর্তৃপক্ষের বোকামি মনে করছে। উবার আরও জানিয়েছে, বিজ্ঞাপনে বেঙ্গালুরু শহরের যানজটের কথা বলা হয়েছে, বিরাট কোহলি-রজত পতিদারদের দলের কথা বলা হয়নি।
উবারের আইনজীবী বলেছেন, ‘উবারের বিরুদ্ধে মামলা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতীয় জনগণের রসবোধকে বাজেভাবে অবমূল্যায়ন করেছে। এটি একটি সৃজনশীল বিজ্ঞাপন। এর মাধ্যমে কারও ক্ষতি করা হয়নি।’
আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন। তবে রায় ঘোষণা করেননি। বিজ্ঞাপনের মডেল বা অভিনয়শিল্পী হওয়ায় ট্রাভিস হেডকে আদালতের মুখোমুখি হতে হবে কি না, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct