দেবাশীষ পাল, মালদা, আপনজন: হরিশ্চন্দ্রপুরে স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই নিখোঁজ স্ত্রী। ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর। মা কে দেখতে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে তার দুই কন্যা সন্তান। খোঁজ না মেলায় স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী। মেয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই গৃহবধূর মা। পুলিস সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ গৃহবধূর নাম মাজেনুর খাতুন,বয়স ২৫। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া। পরিবার সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের ১১ তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল,তারপর থেকে আর বাড়ি ফিরেনি। ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে। অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন,বিয়ের পর থেকেই মাজেনুরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। ঠিকমতো খেতে দিত না। মাঠে কাজ করতে যেতো সংসার চালাতে তাকে কাজ করতে হতো। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা হয়। তবুও অত্যাচার কমেনি তার উপর। তারপর হটাৎ করে নিখোঁজ হয়ে গেল। ওই গৃহবধূ পরিবারের তরফে অভিযোগ তুলেছেন স্বামী সহ শশুর বাড়ি বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct