আপনজন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বলেছেন, এনডিএ ৪০০ টিরও বেশি লোকসভা আসন জিতে ক্ষমতায় ফিরলে বারাণসী ও মথুরায় বিশাল মন্দির নির্মাণ করা হবে এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ নিশ্চিত করবে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, দেশে ফিরে আসবে। মুজফফরপুর ও সিওয়ান লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ফের ক্ষমতায় এলে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করব। মথুরায় কৃষ্ণ জন্মভূমি প্রাঙ্গণে একটি মন্দির নির্মাণ করব এবং বারাণসীতে জ্ঞানবাপী মসজিদের জায়গায় কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct