আলম সেখ, সাগরদিঘী, আপনজন: রবিবার ডঃ আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে একটি জনসভার আয়োজন করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার সাগরদিঘী বিধানসভা কমিটি। জনসভার পূর্বে সাগরদিঘীর গোটা বাজার পরিক্রমা করে পূর্ব রেল গেটে শেষ হয়। কয়েকশো কর্মী মিছিলে হাঁটেন। মিছিলে সামিল হন দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম , জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মোঃ সাহাবুদ্দিন, ঝাড়খণ্ডের রাজমহল লোকসভা কেন্দ্রের প্রার্থী জনতু সোরেন। বিজেপি সহ তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সকলের বিরুদ্ধেই সমালোচনা করে বক্তব্য রাখেন বক্তারা।তায়েদুল ইসলাম বলেন, ডঃ আম্বেদকর ভারতকে নিয়ে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া কাজ করে চলেছে। এসডিপিআই-এর নীতি আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন ঝাড়খণ্ডের রাজমহল লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী জনতু সোরেন। দেশের উন্নয়নে ডঃ আম্বেদকরের অবদান সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন সমাজকর্মী বিনয় প্রামাণিক। মুহাম্মাদ সাহাবুদ্দিন বলেন ভারতের সমস্ত জায়গা ব্রাহ্মণদের হাতে চলে গেছে এর পিছনে শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের মৌন সমর্থন রয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি মোঃ জাইসুদদিন এবং সাগর দিঘী বিধানসভা সভাপতি রুহুল আমিন, জেলা সহ সভাপতি অশোক কুমার দাস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct