নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: লোকসভা ভোটের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আম আদমি পার্টি, হাওড়া জেলা সংগঠনের ডাকে বৃহস্পতিবার হাওড়া ময়দানে ধর্না প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিজেপি সরকারের এজেন্সি দ্বারা লোকসভা ভোটের প্রাক্কালে অরবিন্দ কেজরীওয়ালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এদিন বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান। আম আদমি পার্টির হাওড়া জেলা সভাপতি অর্ণব মৈত্র বলেন, যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরীওয়ালকে জেলে পুরে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধেই আমাদের এই বিক্ষোভ প্রদর্শন। আমাদের দেশে যে একনায়ক আছেন তাঁরই কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আমাদের দাবি আজকে যেভাবে ইডি এবং সিবিআইকে ব্যবহার করে আমাদের পার্টির নেতাদের জেলে ভরা হয়েছে, দু’বছর তদন্ত চলার পরেও ওরা ৫০ পয়সা উদ্ধার করতে পারেনি। তারপরেও ঠিক ভোটের মুখে অরবিন্দ কেজরীওয়াল যাতে ভোটের ক্যাম্পেন করতে না পারেন সেই জন্য তাঁকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন। আমাদের দাবি অবিলম্বে অরবিন্দ কেজরীওয়ালকে মুক্তি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct