অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: হাসপাতালে ভর্তি হলেও তাঁর স্বাক্ষরের কারণে আটকে নেই অফিসের কাজ। সদর হাসপাতালের বেডে বসেই চলছে একের পর এক ফাইল এর কাজ। শনিবার বালুরঘাট সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেল সেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীদের উপস্থিতিতে চলছে সংশ্লিষ্ট অফিসের কাজ। জানা গিয়েছে, অসুস্থতার কারণে গতকাল বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। স্বভাবতই তিনি হাসপাতালে ভর্তি থাকার কারণে আটকে রয়েছে দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। এর ফলে এদিন হাসপাতালের বেডে বসেই বেশ কিছু কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন এবং কয়েকটি ফাইলে স্বাক্ষর ও করেন তিনি। এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানান, ‘শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু অফিস কে সচল রাখতে গুরুত্বপূর্ণ ফাইল গুলিতে স্বাক্ষর করছি। যাতে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আটকে না থাকে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct