নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ব্লক দপ্তর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দীর্ঘ নয় মাস থেকে ভেঙে পড়ে রয়েছে সেতু। নজর নেই প্রশাসনের। ক্ষোভ এলাকাবাসীর। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়া ও নানারাহি গ্রাম দুটির মাঝে রয়েছে সেতুটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে রাস্তায় নেই পথবাতি তার উপর বিপজ্জনকভাবে ভেঙে থাকা সেতু যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে। জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের দুর্ভোগ দেখেও কিভাবে চুপ করে আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।এই রাস্তা দিয়েই স্কুল,হাসপাতাল ও ব্যাঙ্ক থেকে শুরু করে বাজারঘাট যায় পড়ুয়া ও গ্রামবাসী।দ্রুত ভাঙা সেতু সংস্কার করার দাবি তুলেছেন বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা তাজেমুল হক বলেন,’সেতু ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে।গ্রামে অ্যাম্বুলেন্স বা দমকল সহজে প্রবেশ করতে পারে না।এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে যাতায়াত করে।দিনে দেখে পারাপার হলেও রাতে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে।’ আরো এক স্থানীয় বাসিন্দা সহবুল হোক বলেন,’পঞ্চায়েত ভোটের সময় থেকেই ভেঙে আছে সেতুটি।অথচ আমাদের গ্রাম মিশ্রপাড়ায় ঢোকার মূল রাস্তা এটিই। প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত ৫-৭টি গ্রামের মানুষ যাতায়াত করে। জনপ্রতিনিধিরা সব জানেন। কিন্তু, তাঁরা সংস্কার করার কোনও প্রয়োজন আছে বলে হয়তো মনে করেন না।ভাঙা অংশে পড়ে গিয়ে অতীতে বাইক, সাইকেল আরোহী জখম হয়েছে। একমাত্র বাইক ও সাইকেল ছাড়া এই রাস্তা দিয়ে কোন চার চাকা গাড়ি যাতাযাত করতে পারে না।আমাদের একটাই দাবি, কালভার্টটি দ্রুত সংস্কার করা হোক।’ হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও তাপস পাল জানান,এক সপ্তাহ আগে প্রশাসনের পক্ষ থেকে সেতুটি পরিদর্শন করা হয়েছে। সেতুটি সংস্কারের জন্য বড় অ্যামাউন্ট প্রয়োজন।জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’ সুলতান নগর গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মা মন্ডল জানান, কাজের ওয়ার্কআউট তৈরি হয়ে গেছে। শীঘ্রই কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct