আপনজন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ সেই ইসরায়েলকে এবার অস্ত্র দিয়ে সাহায্য করার পরিকল্পনা করেছে সেই আমেরিকা। ইসরায়েলের অস্ত্রের মজুত বাড়ানোর লক্ষ্যে আরও বেশি বেশি বোমা ও গোলাবারুদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আমেরিকা নাকি ইসরায়েলকে এমকে-৮২ সিরিজের বোমা ও কেএমইউ-৫৭২ ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস দিতে চলেছে।কেএমইউ-৫৭২ ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বোমাকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিশেষ সক্ষম। ইসরায়েলকে তারা এফএমইউ-১৩৯ বোম্ব ফিউজও দেবে। সব মিলিয়ে এসব বোমা ও গোলাবারুদের বর্তমান বাজারমূল্য কয়েক লাখ মিলিয়ন ডলার। ইসরায়েলের বোমা ও গোলা-বারুদ পাঠানোর প্রস্তাবটি এখনো বিবেচনা বা পর্যালোচনা করে দেখছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে জানা গিয়েছে, মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য জমা দেওয়ার আগে এই প্রস্তাবে আরও পরিবর্তন আসতে পারে। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দুই দফা কংগ্রেসের অনুমতি ছাড়াই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে বাইডেন প্রশাসন। গত ১২ ফেব্রুয়ারি গাজায় হামাসের হাতে বন্দী-জিম্মিদের মুক্ত করতে অঞ্চলটিতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাঝে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চাইলেও বিষয়টি নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। তার মধ্যে তাদের তরফ থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি সবার সামনে এসে গেল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct