ইসরাফিল বৈদ্য, কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য অর্থ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানির সংসারে কীভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে ভারসাম্য বজায় রাখবেন, সেদিকেই নজর আছে অর্থনৈতিক মহলের। এমনিতেই লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয়। তারইমধ্যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি ‘না দেওয়ায়’ ২১ লাখ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেটার জন্য কমপক্ষে ৩,০০০ কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথা থেকে আসবে, সেটারও উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে। তারই মধ্যে এবার রাজ্য বাজেটে আমজনতার জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা করেছে। ১.৫ লাখের সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈর করা হবে। তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে। দামোদরের উপর শিল্পসেতু তৈরি করা হবে। ৬৪০ মিটারের সেতু। যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে। তিন বছরের মধ্যে সেতু তৈরি করা হবে। ২৪৬ কোটি আনুমানিক ব্যয়। চার লেনের সেতু তৈরি করা হবে। মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে। সেই ব্রিজের নাম হবে গঙ্গাসাগর সেতু। যে সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গাসাগরে যেতে পারবেন।
বৃহস্পতিবার সপ্তম দিনে রেড রোডের ধর্না মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সহকর্মী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি রাজ্য বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্যদের। সহ-সভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার বলেন এভাবেই ময়দানে থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের জন্য কাজ করে যাবে।বৃহস্পতিবার ধর্না মঞ্চের অন্যতম সংগঠক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশারফ হোসেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাস্তবে দেখা যায়।তাই বাংলার আপামর মানুষের সাথে সাথে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন মা মাটি মানুষের দলকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ।এদিন ধর্না মঞ্চ থেকে বক্তব্য রাখেন সাংসদ সুনীল মন্ডল, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বীরবাহা হাসদা, জ্যোৎসনা মান্ডি, এসসি সেলের তাপস মন্ডল, সংখ্যালঘু ফরিদ খান, এহতেশামুল হক, বিজলী রহমান, নওসাদ আলম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct