নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহার শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাটে একটি সড়ক সেতুর দাবিতে সরব হযে উঠেছেন সেখানকার মানুষজন। এ নিয়ে সক্য়ি হয়েছে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি। ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকারের বিশেষ নির্দেশে কোচবিহার জেলাশাসকের তত্ত্বাবধানে ২০০ কোটি টাকা ব্যায় বরাদ্দ ধরে কোচবিহার ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন সার্ভে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকারের কাছে। যার কারণে কোচবিহার বাসীর মধ্যে আসার সঞ্চার হয়েছে ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু তৈরি হবে বলে। চলতি বছরে সেতু আন্দোলন কমিটি আন্দোলনের বিভিন্ন দিক ও সাফল্য তুলে ধরে ক্যালেন্ডার প্রকাশিত করেছে। শুক্রবার সেতু আন্দোলন কমিটির অফিসে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার উন্মোচন করেন সেতু আন্দোলন কমিটির সম্পাদক আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী। ক্যালেন্ডার উন্মোচনের সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, শাহানুর হোসেন টোটন, শাহরিয়ার আজমল ও আরো অনেকে। ক্যালেন্ডার উন্মোচন করে কমিটির সম্পাদক মনিরুজ্জামান ব্যাপারী বলেন, আমাদের ক্যালেন্ডারটি বিভিন্ন অফিস ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যার ফলে আন্দোলন আরো জনগণের মাঝে ছড়িয়ে পড়বে। আন্দোলনের বিষয়বস্তু ও বর্তমান পর্যায়ের সাফল্য সম্পর্কে মানুষ ওয়াকিবহাল হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct