অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: কল্যাণ আবাস সমূহের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতা (জোন-এ)। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটে অবস্থিত নাট্য মন্দিরে মঙ্গলবার এই প্রতিযোগিতার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল, জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক তনুময় সরকার, দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র, জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল সহ আরো অনেকে।জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এই আঞ্চলিক সংস্কৃতিক প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদার জেলা থেকে নয়টি কল্যাণ আবাসের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছে। এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে, তারা পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।এবিষয়ে জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক তনুময় সরকার জানান, ‘বেশকিছু ওয়েলফেয়ার হোম রয়েছে। যেখানে শিশুরা থাকে এবং তাদের পড়াশুনা এবং পোশাক পরিচ্ছদের ব্যয় সরকার বহন করে। শিশুদের যাতে মানসিক, শারীরিক, নান্দনিক ইত্যাদি সব দিক দিয়ে সর্বাঙ্গীন বিকাশ ঘটে, তার জন্য দপ্তরের পক্ষ থেকে সর্বদাই চেষ্টা থাকে। সেদিকে লক্ষ্য রেখেই তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা মিলিয়ে চারটি জোনে ভাগ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ এখানে অঙ্কন, দলগত নৃত্য ইত্যাদি তিন ধরনের প্রতিযোগিতা চলছে। সব মিলিয়ে আজ প্রায় ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।’এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র জানান, ‘পঠন-পাঠনের বাইরেও হোমের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং তাতে ছাত্র-ছাত্রীরা অংশ নিচ্ছে এটা অত্যন্ত ভালো উদ্যোগ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct