আপনজন ডেস্ক: পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথম পরীক্ষায় নামতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বৃহস্পতিবার উত্তর ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলের পৌরসভার মেয়র ও ডেপুটি মেয়রের নির্বাচন উপলক্ষে আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপির মোকাবিলা করবে। সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর এই প্রথম আঞ্চলিক স্তরে পরীক্ষায় নামছে তারা। আপ ও কংগ্রেস উভয়েই এই ভোট ও জোটের ভবিষ্যৎ নিয়ে উল্লসিত। এতটাই যে আপ নেতা রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা আগাম জয়ের ঘোষণা দিয়েছেন, ‘ইন্ডিয়া’ ১, বিজেপি ০। গত বুধবার তিনি বলেছেন, ‘এই ভোট কোনো স্বাভাবিক লড়াই নয়। এটা হতে চলেছে বিজেপির বিরুদ্ধে “ইন্ডিয়া” জোটের প্রথম লড়াই। এই লড়াই থেকেই শুরু হতে চলেছে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়ার সর্বভারতীয় অভিযান।’একই কথা প্রতিধ্বনিত কংগ্রেস মুখপাত্র পবন খেরার কণ্ঠেও। তিনি বলেছেন, ‘বিজেপিকে হারাতে আমরা একজোট হয়েছি। মেয়র পদে দাঁড়াচ্ছে আপ, ডেপুটি মেয়রের দুটি পদে কংগ্রেস। এটা এক নতুন সূচনা।’ চণ্ডীগড় পৌরসভার নির্বাচন হয় পাঁচ বছর অন্তর। কিন্তু মেয়র ও তাঁর দুই ডেপুটির পদে নির্বাচন হয় প্রতিবছর। ২০২১ সালে পৌরসভার ভোটে ৩৫টি কেন্দ্রের ১৪টিতে জিতে একক গরিষ্ঠ দল হয়েছিল আপ। ১২ কেন্দ্র জিতে বিজেপি দ্বিতীয়। কংগ্রেস পেয়েছিল ৮টি, শিরোমনি অকালি দল একটি। মেয়র ও ডেপুটি মেয়র পদের নির্বাচনে কংগ্রেস ও অকালি দল প্রতিদ্বন্দ্বিতা করেনি। কিন্তু ভোটের আগে কংগ্রেসের কাউন্সিলর গুরুচরণজিৎ সিং বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন আপে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct