সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য পুলিশের আই পিএস পদে ব্যাপক রদবদল ঘটাল নবান্ন। রাজ্যের দমকল বিভাগের ডিজি হলেন সঞ্জয় মুখার্জি। অপরদিকে রাজ্যের দমকল বিভাগের দায়িত্বে থাকা বর্তমান ডিজি রনভির কুমারকে বদলি করা হয় সঞ্জয় মুখার্জি বর্তমানে এফেসেলের যে এডমিস্ট্যাটার পদে ছিলেন সেই পদে।মূলত এসডিপিও এবং এডিশনাল এসপি পদে রদবদল ঘটানো হয়েছে। মোট ৭৯ জন আইপিএস পদে সোমবার রদবদল ঘটিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এছাড়া মুর্শিদাবাদ লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খানকে, রানীগঞ্জের অতিরিক্ত সুপার সদর পদে এবং বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত চারু শর্মাকে সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার সদর পদে, এসডিপিও সিদ্ধার্থ ধাপলাকে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদে, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার পদে, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডলকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও, মালদার চাঁচলের এসডিপিও, কালিম্পং গরু বাথানের এসডিপিও, ফারাক্কা জঙ্গিপুরের এসডিপিও সহ ৭৯ জনকে বদলি করা হয় অন্যত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct