মনিরুজ্জামান ও ইস্রাফিল সেখ, খড়িবাড়ি, আপনজন: কৃষিকাজ বাংলার অর্থনীতির চালিকাশক্তি হলেও কোনও দিক থেকে পিছিয়ে নেই জলাভূমি প্রবণ বাংলার মাছ চাষও। রাজ্যের অন্যতম মৎস্য আড়ৎ উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত ২ নম্বর ব্লকের কীর্ত্তিপুর ২ নম্বর পঞ্চায়েতের খড়িবাড়ি মৎস্য বাজার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাজার সংলগ্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থার দ্রুত সমাধানের। মানুষের সেই দাবিকে মান্যতা দিতে এগিয়ে এসেছিলেন স্থানীয় ৩৮ নম্বর জেলা পরিষদের সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
কিছুদিন আগে স্থানীয় প্রশাসন ও ব্লক নেতৃত্বদের সঙ্গে নিয়ে সম্পূর্ণভাবে মৎস্য বাজার সহ পুরো এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। উল্লেখ্য, খড়িবাড়ি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদী এখানকার জল নিকাশের একমাত্র পথ। বেলিয়াঘাটা কাঁচকল থেকে রাজারহাট রোডের উপর ছোটখাল ব্রিজের উপর নির্মিত ব্রিজের জন্য জলনিকাশের সমস্যার ফলেই বছরের বেশিরভাগ সময় এই মাছ বাজারসহ এলাকায় জল থৈ থৈ করে বলে স্থানীয় মানুষের অভিযোগ। ডেঙ্গু সহ অন্যান্য রোগের প্রার্দূভাব থেকে রক্ষা পেতে দ্রুত জল নিষ্কাশনের জন্য উদ্যোগী হতে দেখা যায় কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে। ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল স্তর থেকে মানুষের সঙ্গে জনসংযোগের মধ্যে দিয়ে কাজ করতে পারলে ভালো লাগে। খড়িবাড়ি মৎস্য বাজার রাজ্য তথা দেশের মাছ রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা বহন করে চলেছে।এই বাজার মাছ চাষীদের কাছে আয়ের একটা বড় উৎস।স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মতো দ্রুত জলনিকাশের বন্দোবস্ত করতে প্রশাসনের আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হবে। মানুষের পরিষেবা দেওয়াই আমাদের একান্ত কর্তব্য বলে জানান ফারহাদ।পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বলেন, মানুষের পরিষেবা দেওয়াই আমাদের কাজ। তাকে ত্বরান্বিত করতে সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার ড্রেনেজ সিস্টেমের কাজ তদারকিতে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান আলী, কীর্ত্তিপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, সমাজকর্মী হাজী মেসবাহউদ্দীন, হাজী দাউদ আলী, এসরাইল আলী, স্বপন ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct