বিশেষ প্রতিবেদক, রাঁচি, আপনজন: রাঁচি প্রেস ক্লাবে রবিবার এসডিপিআই-এর ঝাড়খণ্ড রাজ্য কমিটি গঠন করা হল। ঝাড়খণ্ড রাজ্য সভাপতি , সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে এস শঙ্কর এবং মোঃ হানজেলা শেখ। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শফি, জাতীয় সম্পাদক ও ঝাড়খণ্ড ইনচার্জ তায়েদুল ইসলাম। সতেরো জনের রাজ্য কার্যকরী কমিটি এবং সাত জন পদাধিকারী তৈরি করা হয়। অন্যান্য পদাধিকারীরা হলেন সহ সভাপতি রামা ওঁরাও, জসিম আখতার, সম্পাদক হলেন নাসিরউদ্দিন ও সাজ্জাদ নূরী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। রাজ্য সভাপতি এস শঙ্কর জানান সভায় সাতটি জেলা থেকে শ’খানেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সামনের সব নির্বাচনে দল অংশগ্রহণ করবে এবং গোটা রাজ্যে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। ঝাড়খণ্ডের শোষণ জুলুমের বিরুদ্ধে লড়াই করার দীর্ঘ ইতিহাস আছে। আমরা বৃটিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি বৃটিশদের শোষণ জুলুম থেকে মুক্তির জন্য। কিন্তু আমরা মুক্তি পাইনি। দেশীয় শাসকরা বৃটিশদের মতই আদিবাসীদের শোষণ জুলুম চালিয়ে যায়। আদিবাসীদের জমি জল জঙ্গল দেশীয় পূজিপতিদের হাতে বিক্রি করে দিতে থাকে। নিজেদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে। এ সবের বিরুদ্ধে লড়াই করেই আমরা বিহার থেকে ঝাড়খণ্ড রাজ্য তৈরি করি। কিন্তু তাতেও ঝাড়খণ্ড বাসীর মুক্তি ঘটেনি। ঝাড়খণ্ড দেশের মধ্যে খনিজ সম্পদে ভরপুর রাজ্য। কিন্তু ঝাড়খণ্ড বাসী সবচেয়ে গরীব। এসডিপিআই দলের মাধ্যমে আমরা ঝাড়খণ্ডের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারব আশা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct