লাগে পরাধীন
ইমদাদুল ইসলাম
অদ্য ভারতীয় মোরা স্বাধীন এ ভূমে
বুঝি কি স্বাধীনতা কী? বুঝি রক্ত ঋণ?
দানে যাহা শহীদেরা, কালে চির ঘুমে।
দেখি যেন সারা দেশ মূর্খের অধীন,
শত মানির সম্মান ভূলুণ্ঠিত আজ;
ভন্ড কুলের দাপটে লাগে পরাধীন।
ডাল কুত্তার ছোবলে আজিকে সমাজ,
ছিড়ে ছিড়ে চাহে খায় নারীত্ব, সম্মান;
চাহে মুঠো মুঠো সুখ ত্যজি যত লাজ।
লুটিছে মূর্খের দল যত ধন মান,
নিস্পৃহ বেকুব সভ্য, ধরণী বেসুরে;
দিশাহীন কত শত প্রতিবাদী প্রাণ।
স্বাধীনতার আস্বাদ যেন বহু.... দূরে,
জ্ঞাত নহি পাই কবে ন্যায্যতা হায় রে!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct