হামাস
আব্দুল মুকিত মুখতার
হামাস বিজয়ী হবে নিশ্চয়
এতে নাই কোন সংশয়,
মহান আল্লাহর দীপ্ত প্রতীজ্ঞা
মুসলমানের নিশ্চিত জয়।
এতে নাই কোন সংশয়
যতই করো ছলচাতুরী
ঐক্যবদ্ধ সত্যাপন
ফুৎকারে হবে না ধ্বংস
মুসলমানের আয়োজন।
অস্ত্র ভাণ্ডার যতই থাকুক
চারিদিক ঐশ্বর্যময়
ফিলিস্তিনি করে না ভয়।
হামাসের জয় হবে নিশ্চয়।
এতে নাই কোন সংশয়
কোথায় গেল চেঙ্গিশখান
কামালপাশা আকবর
ব্রিটিশ—বেনিয়া কূট কৌশল
ছদ্মবেশী মির্জাফর।
বুশ—ব্লেয়ারের ব্যাটাগীরি
কোথায় গেল ধনঞ্জয়
আফগানিস্তান ছাড়তে হলো
মাথায় নিয়ে ক্ষতিক্ষয়।
মুসলিমের জয় হবে নিশ্চয়
এতে নাই কোন সংশয়
স্বাধীনতাকামী হামাস যোদ্ধা
স্বাধিকার আদায়ের যুদ্ধ করে
তাদেরকে সন্ত্রাসী কেবল
ইহুদি—মার্কিন বলতে পারে।
এদের সুরে সুর মিলিয়ে
কথা বলে আজ যারা
আব্দুল্লা সাবার বংশধর
যুগ যুগ ধরে তারা।
মুনাফিকদের কথায় একটুও
হবে না মুমিনের কোন ক্ষয়।
মুসলিমের জয় হবে নিশ্চয়
এতে নাই কোন সংশয়
বাঁচলে গাজী মরলে শহীদ
দুইদিক থেকেই লাভবান
ক্ষতি তো নাই কোন দিকে
যেহেতু আমরা মুসলমান।
আল্লাহর নির্দেশ মানতে তবু
আসুক যত অবক্ষয়।
হামাসের জয় হবে নিশ্চয়
এতে নাই কোন সংশয়
কাফিরের শক্তি ধূর্তচিন্তা
অন্তরে নাই সাহস বল
মুকিত বলে ঈমানই শক্তি
মুসলমান নয় একটু দুর্বল।
ইহুদী—মার্কিন বুঝবে এবার
কেমন হবে মহাপ্রলয়।
হামাসের জয় হবে নিশ্চয়
এতে নাই কোন সংশয়
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct