নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: একশ দিনের কাজের টাকা আদায়ের আন্দোলনে শামিল হতে চাইলেও দিল্লিতে যেতে পারিনি অনেকেই। একশ দিনের কাজের বকেয়া কয়েকশো কোটি টাকা আদায়ের দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে ধরনার ডাক দিয়েছিল। যেখানে তিনি বাংলার সমস্ত ১০০ দিনের শ্রমিকদেরকে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারও করেছিল। আর সেই মতোই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ থেকে ১০০ দিনের কাজের শ্রমিকেরা, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের হকের টাকা বুঝে নেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে একাধিক ট্রেন বাতিল হওয়ার কারণে তারা পৌঁছাতে পারেনি। ঠিক এমনই ছবি কাকদ্বীপের। কাকদ্বীপ থেকে যাচ্ছিল দিল্লিতে এই ধরনা মঞ্চে। কিন্তু হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অজ্ঞতা ফিরে আসে কাকদ্বীপে। আর তারপরই মঙ্গলবার দিন কাকদ্বীপের বীরেন্দ্র গ্রাম পঞ্চায়েতে একাধিক জায়গায় হাতে জব কার্ড কুরুল, কোদাল, ঝরা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের ১০০ দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। আর যা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি ধিক্কার জানানো হয় বিজেপি সরকার কে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct