বাঁচাও ঈমান
মহবুবুর রহমান
ফরজ ওয়াজিবের খবর নাই!
জশনে জুলুস নিয়ে ব্যস্ত!
বিদআতী মিশনের ভায়রাভাই!
নবী প্রেমী! সুন্নী আস্ত!
সুন্নতের ক্ষেত্রেই উদাসীন!
সীরাতুন্নবীতে গাত্রদাহ!
মিলাদুন্নবী যে ভিত্তিহীন!
এ সত্য মানে না গো!
এদের নিয়ে আর কি লিখি?
এরা সবাই বাটপার!
মৌজ মস্তি আর টাকার লাগি,
সত্য কে করে তিরস্কার!
হক্বপন্থীরা জাগো সবে,
থেকো সদা সাবধান!
সঠিক দিশা দেখাও ভবে,
বাঁচাও আপন ঈমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct