নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় বুধবার রাজভবন অভিযান করল এসডিপিঅাই ও এনডিপিআই। এই দুই দলের একটি যৌথ মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হয়। ধর্মতলা থেকে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনডিপিআই-এর রাজ্য সভাপতি বিমল চন্দ্র মন্ডল । প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক এ কে এম গোলাম মোর্তোজা, এনডিপিআই এর রাজ্য সম্পাদক ডক্টর সঞ্চয় কুমার সরকার, এসডিপিঅাই এর রাজ্য কমিটির সদস্য শাহজাদা মোল্লা, এনডিপিআই এর জয়েন্ট সেক্রেটারি মেহেরুল ইসলাম, শিক্ষিক পার্থ হালদার।এদিন তিনটি বিষয় নিয়ে রাজভবনে ডেপুটেশন জমা দেওয়া হয় । কোনো রকম ভাবেই দেশে অভিন্ন দেওয়ানী আইন লাগু করতে দেওয়া হবে হবে না। দ্বিতীয় এনআরসি করার আইন বাতিল করতে হবে। তৃতীয়, দেশে শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। নতুন শিক্ষা নীতি বাতিল করতে হবে। Vocational শিক্ষকদের মাত্র 5 হাজার টাকা দিয়ে দ্বিচারিতা করছে সরকার । এ দ্বিচারিতা বন্ধ করতে হবে।এদিন রাজভবন অভিযান থেকে এসডিপিআই-এর রাজ্য সম্পাদক বলেন - আজকে হিন্দুত্ববাদী ফ্যাসিষ্ট সরকার অভিন্ন দেওয়ানি বিধি আইন নিয়ে এসে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ধ্বংস করতে চায়ছে। যে কোনো ভাবে আমাদের রুখতে হবে, প্রতিটা গ্রামে গ্রামে আন্দোলন গড়ে তুলতে হবে, প্রয়োজনে আবার রাজভবন অভিযান হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct