নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: দীনিয়াত মুয়াল্লিমা কলেজের কর্ণধার সেখ হায়দার আলী সাহেব এর আহ্বানে অনুষ্ঠিত হল ছাত্রীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচী। ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা সিলেবাসের সাথে জেনারেল শিক্ষা তথা কলেজ সিলেবাসের সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হল দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজে যেখানে কুরআন ,হাদীস ফেকাহ এর সাথে বিজ্ঞান, কম্পিউটার,নিউট্রিশন সহ প্রায় দশটি বিষয় উন্নত পদ্ধতিতে পাঠদান করা হয় যা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে ছাত্রীরা এখানে পড়াশোনা করেন। আল কুরআন এর সূরা রহমান তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। প্রোগ্রামে দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক ছাত্রীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। আমানত ফাউন্ডেশন এর সেক্রেটারি জালালউদ্দিন বলেন , কুরআন জেনে মেনে চলা সবার জন্য সহজ নয়। দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজের ডাইরেক্টর সিদ্দিকা তাবাসসুমও কুরআন নিয়ে বক্তব্য রাখেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct