আপনজন ডেস্ক: ৬ মাসের শিশুর গলায় লিচুর দানা আটকে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফটিকছড়িতে। লেলাং ইউনিয়নে মো. আদিল সিকদার নামের ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, শিশুটির দাদুর বাড়ি শাহনগর গ্রামের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। ঘরের সবাই নামাজ পড়ছিল। এ সময় শিশুটি একটি লিচুর দানা কুড়িয়ে পেয়ে মুখে দেয়। এরপর সেটি গলায় আটকে যায়। এরপর শ্বাসকষ্টে ছটফট করতে থাকে সে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুকে বাঁচানোর সব রকমের চেষ্টা চালান। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করে ছোট্ট কোলের শিশুটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct