আপনজন ডেস্ক: ইউক্রেনের রাশিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত করার কোনো পরিকল্পনা নেই। জার্মানিতে চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। খবর বিবিসি। তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ডে হামলা করছি না। অবৈধভাবে দখল করা এলাকাগুলো দখলমুক্ত করার জন্য আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ’অপরদিকে, শোলজ ইউক্রেনকে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান বার্লিনে অবতরণ করে। রাশিয়ার আক্রমণের পর প্রথবারের মতো জার্মান সফরে গেছেন তিনি। শনিবার জার্মানি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। নিরাপত্তার কারণে, জার্মানির সরকার আজ জেলেনস্কির কোথায় যেতে পারেন সে সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct