কাক
হাফিজুর রহমান
কাঁঠালের ঘ্রাণ প্রিয় কাকের
পছন্দ করে না টক,
আম পাকলে নয় হাসিখুশি
খাওয়ার নেই সখ।
কাঁঠাল গাছে কাকের নাচন
দেখতে আসে টিয়ে,
গুজব রটে কাক-কাঁঠালের
পড়ানো হচ্ছে বিয়ে।
তর্ক - বিতর্কে পাখপাখালির
লেগে থাকে হট্টগোল,
বিবাদ থামাতে কাঠঠোকরা
কাষ্ঠে বাজায় ঢোল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct