আপনজন ডেস্ক: মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার (৩ এপ্রিল) প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct