আপনজন ডেস্ক: কাবুল বিমানবন্দরে ২০২১ সালে ভয়াবহ হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলার মূলচক্রীকে হত্যা করল তালেবান গোষ্টি। তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। সে সময় যখন অসংখ্য মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব সাধারণ মানুষকে লক্ষ্য করে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানো হয়। এতে ১৭০ জন বেসামরিক নাগরিক এবং আরও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়। ইসলামিক স্টেটের ওই নেতাকে কয়েক সপ্তাহ আগেই হত্যা করা হয়। কিন্তু সে তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে। হত্যার শিকার ওই আইএস নেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে তারা এ খবর জানতে পেরেছেন বা কে সেই হামলাকারী সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি। এক মার্কিন কর্মকর্তা বলেন, 'সরকারের বিশেষজ্ঞরা পুরোপুরি নিশ্চিত যে, ওই ব্যক্তি...ওই হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী। আইএসের ওই নেতার হত্যার বিষয়টি প্রথম মার্কিন কর্মকর্তারা জানতে পারেন এপ্রিল মাসের শুরুর দিকে। তাকে তালেবান খুঁজছিল নাকি তালেবানের সঙ্গে কোনো সংঘর্ষে ওই নেতা নিহত হয়েছেন সে বিষয়টি পরিষ্কার নয়। বিমানবন্দরে বোমা হামলায় দায়ী আইএস নেতার হত্যার বিষয়ে সোমবার থেকে নিহত মার্কিন সেনাদের পরিবারকে অবহিত করতে শুরু করেছেন কর্মকর্তারা। ওই হামলায় নিহত মেরিন স্টাফ সার্জেন্ট টেইলর হুভারের পিতা ডারিন হুভার সিবিএসকে নিশ্চিত করেছেন যে, মেরিন কর্পস থেকে তাকে এই তথ্য জানানো হয়েছে। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কর্মকর্তারা তাকে অভিযানের বিস্তারিত কিছু জানায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct