আপনজন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। স্থানীয় সরকারের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জানা যায়, বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে বুধবার এই হামলার ঘটনা ঘটে। সেখানে যাযাবর পশুপালক এবং জমি ও সম্পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা এএফপিকে বলেছেন, ‘৪৬ জন নিহতের মরদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। তাই নিহতদের সংখ্যা আরো বেশি হতে পারে। সৈন্যদের ওই এলাকায় পাঠানো হয়েছে, তাই পরিস্থিতি এখন কিছুটা শান্ত।’ এ ছাড়াও গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি পশুপালকদের দোষারোপ করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct