আপনজন ডেস্ক: মেক্সিকো উপসাগর হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ভেসে আসছে এক জাতের বিশেষ শৈবালদাম। এর আয়তন গোটা যুুক্তরাষ্ট্রের প্রস্থের চেয়েও দ্বিগুণ। বিজ্ঞানীরা এটিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলের জন্য এক ধরনের হুমকি হিসেবেই দেখছেন। কারণ এরই মধ্যে বিভিন্ন সৈকতজুড়ে এসব শৈবালের স্তূপ জমে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সারগাসাম নামের শৈবালের এই জাতটি দীর্ঘ সময় ধরে আটলান্টিক মহাসাগরে বড় আকার ধারণ করেছে। ২০১১ সাল থেকে বিজ্ঞানীরা সবচেয়ে বড় আকারের শৈবালদামের খোঁজে ছিলেন। এর আগেও তাঁরা বড় আকারের শৈবালদাম দেখেছেন। তবে এই শৈবালদামকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বলে মনে করছেন তাঁরা। কারণ এটি সম্মিলিতভাবে আফ্রিকার উপকূল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত আট হাজার ৪৭ কিলোমিটার (পাঁচ হাজার মাইল) জুড়ে বিস্তৃত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct