আপনজন ডেস্ক: রিনি ব্রুনস (৩৮) বিশ্বের ৭টি মহাদেশ এবং ১১৭টি দেশে ভ্রমণ করেছেন। তিনি একটি বীমা কোম্পানিতে কাজ করতেন। ভুল চিকিৎসাজনিত কারণে সাত বছর বয়স থেকেই রিনি হুইলচেয়ারে। জীবনে কিছুটা সময় চিকিৎসার জন্য তিনি তার মায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এরপর থেকেই ভ্রমণের প্রতি ভালবাসা তৈরি হয় তার মনে। রিনির স্বপ্ন হলো জাতিসংঘের প্রতিটি সদস্য দেশ সফর করা। ১৯৫টি দেশের মধ্যে তিনি ইতোমধ্যে অর্ধেকেরও বেশি সফর করেছেন। ১৬ বছর বয়সেই রিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ঘুরে ফেলেছেন। ভ্রমণ করা রিনির জন্য একটি চ্যালেঞ্জ। কারণ অনেক দেশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকার ব্যবস্থা করে না।রিনি তার ভ্রমণ কাহিনী নথিভুক্ত করার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন। সেখানে ‘হুইলস ট্রাভেলস’ নামে একটি ব্লগ রয়েছে তার। সম্প্রতি রিনি এক বছরে হুইলচেয়ারে সর্বোচ্চ সংখ্যক দেশ ভ্রমণ করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct