আকাশ দেখেছো তুমি
সোমা মুৎসুদ্দী
আকাশ দেখেছো তুমি ধারণ করোনি তুমি বিশালতা তার
আমিও আমার মতো মন আর চায়না-তো ধানসিঁড়ি নদী ও পাহাড়।
বুকেতে জমাট বেঁধে রক্ত হয়েছে সেই ঠান্ডা বরফ
আমিও আমার মতো মন আর করেনাতো হইচই রাস উৎসব।
উত্তরে বসন্ত নামে দখিনাতে বয়ে যায় হাওয়া
তুমিও তোমার মতো আমিও আমার মতো
বয়ে চলি জীবনের ভুলভ্রান্তি যতো
কাছ থেকে কভু আর হয়নাতো পাওয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct