নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: দুটি রেক এবং অস্থায়ী ট্র্যাকে আগামি এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান হবে। এ বছরের শেষেই এই অংশের পরিষেবা চালুর ভাবনা রয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন হরিনাথ জয়সওয়াল,এম ডি, KMRCL। এই প্রকল্পের আপাতত ব্যায় ৮৪০০ কোটি। ধার্য বা অনুমদিত ব্যায়বরাদ্দ ১০হাজার কোটি। ৩রা মার্চ পশ্চিম মুখী টানেল, যা বৌবাজারের নিচ দিয়ে গেছে, কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত এই কাজ করতে গিয়েই একাধিকবার টানেলে বিপর্যয় ঘটেছে। অবশেষে সেই কাজ শেষ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে KMRCL। ঠিক হয়েছে, এবার ধাপে ধাপে সেখান থেকে সাপোর্ট পিলার গুলি সরিয়ে ফেলা হবে। এবার সেখানে লাইন পাতার শুরু হবে । বৌবাজার এলাকায় বিপর্যয়ের আগাম সতর্কতা হিসেবে ৩ টি বাড়ির যে ৪৫ জন বাসিন্দাকে ২৭শে ফেব্রুয়ারী অন্যত্র সরানো হয়েছিল, তাদের ৩রা মার্চ সকালেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ KMRCL মনে করছে, বৌবাজার বিপর্যয়ের অবসান ঘটল। বৌবাজারের পুনর্বাসন প্যাকেজের জন্য ২৩ টি বাড়ি পুনর্নিমাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। চুক্তি চুড়ান্ত হলে জানান হবে। অতএব বলা যেতে পারে এই বছরের শেষে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। এই পরিষেবা চালু হলে হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও নিবিড় হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct