এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঁকপুল বাজারে প্রবীণদের বসার জায়গা, মনিষীদের মূর্তি ও ‘আই লাভ ৫ নম্বর ওয়ার্ড’-এর উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগর ৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জয় রাহার তত্ত্বাবধানে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা কান্ডে নিহত জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত বিশিষ্টজনেরা। সংশ্লিষ্ট বিষয়ে বিজেপির দাবি, মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, চাকরি নেই, সমাজ ব্যবস্থা নেই, পঞ্চায়েত ভোট কে পাখির চোখ করে মানুষের মন ভোলানো হচ্ছে। এবিষয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে মা ক্যান্টিনের দৌলতে কোনো মানুষ অভুক্ত থাকে না, এমন সন্ধান দিতে পারলে আমরা তাঁর সমস্ত রকমের সহযোগিতা করব।’ নারায়ণ গোস্বামী আরও বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ।’ রাজ্যের সমস্ত আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে কিনা এবিষয়ে তিনি সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘বিজেপি প্রার্থী খুঁজে পাবে না, আমি এর আগেও বলেছি অশোকনগর বিধানসভার মধ্যে কোনো লোক বিজেপির প্রার্থী হতে চান আর যদি মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে প্রতিবন্ধকতা হয় তবে আমাকে জানাবেন সমস্ত দায়-দায়িত্ব আমার, আমি দাঁড়িয়ে থেকে বিরোধীদেরকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ করে দেব।’ বিধায়ক নারায়ণ গোস্বামী এদিন ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কটাক্ষের সুরে বলেন, ‘পুলওয়ামা এই ঘটনা কি আদৌ দরকার ছিল? নাকি এটা কোন এক নির্বাচনী বৈতরণী পার করবার জন্য এই ঘটনা ঘটেছিল।’ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আবারও এমন কোনো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করেন তৃণমূল বিধায়ক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct