সুব্রত রায়, কলকাতা, আপনজন: দ্বিতীয়বার সাম্মানিক ডি-লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ডক্টরেট উপাধি দিয়ে আপ্লুত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে তাঁর হাতে বিশেষ এই সম্মান তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু প্রমুখ। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার পরে তিনি সেই সম্মান উৎসর্গ করেন সাধারণ মানুষের প্রতি। ডিলিট গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সম্মানের দাবিদার রাজ্যবাসী-দেশবাসী। এদিনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই’। সেন্ট জেভিয়ার্সের নিউটাউন ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধনও করেন তিনি। সমাবর্তন অনুষ্ঠান থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মানবতাকে আদর্শ করে সকলের চলা উচিত। তাঁর বার্তা, নেতিবাচক ভাবনা এবং হতাশা যেন গ্রাস না করে। সবসময় ইতিবাচক দিক ভাবার পরামর্শও দেন তিনি। দেশবাসীর একতা, শান্তি-বিশ্ব শান্তির কথা বলে এদিন তিনি বলেন, এই দেশ ‘সেক্যুলার- ডেমোক্রেটিক’। তাঁর বক্তব্য, সংবিধানের মর্যাদা দেওয়া উচিত। সমস্ত সংকীর্ণতা দূর করতে বলে এদিন তিনি বলেন, জ্ঞান সর্বদা উন্মুক্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct