আপনজন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে প্রদেশটির কোহাট জেলায় একটি সুড়ঙ্গ পথের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি উদ্ধারকারী কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। জরুরি উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct