আপনজন ডেস্ক: পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে হাইতির অজ্ঞাতসংখ্যক নাগরিক ছিলেন। বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের সংখ্যা কত, তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct