নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: চলতি বছরেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন । তার আগে আগামী মার্চ মাসে রাজ্যজুড়ে আরও একবার দুয়ারে সরকার শিবির করতে চায় নবান্ন । পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের যাতে আরও বেশি সমস্যার সমাধান করা যায়, সেই কারণে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তৎপর রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ‘দিদির দূত’ নামে নতুন কর্মসূচি চালু করেছে জোড়াফুল শিবির। রাজ্যের বিভিন্ন জায়গায় দিদির দূতকে ঘিরে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন সাধারণ মানুষ। মানুষের সেই অভিযোগকে ক্ষোভ বলে দাবি করেছে বিরোধী দল বিজেপি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছিলেন, ‘মানুষ যাদের দেখে, তার উপরেই ক্ষোভ ওগড়াবে। বিজেপির সাংসদদের এলাকায় দেখা যায় না। আমরা মানুষের দ্বারা নির্বাচিত। তাই মানুষের কাছে যাচ্ছি। মানুষের ক্ষোভ আমাদের আশীর্বাদ।’ সেই আবহে সমস্যা নিরসনে রাজ্যজুড়ে আবার দুয়ারে সরকার শিবির করতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত ভোট হতে পারে মে মাসে, তার আগে এই শিবিরে সমস্যা সমাধানে জোর দিতে চাইছে রাজ্য সরকার।প্রসঙ্গত শনিবার ডায়মন্ডহারবারে পর্যালোচনা বৈঠকের পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়া নিয়ে তিনি বেশ কিছু অভিযোগ পেয়েছেন। সেই সমস্যা সমাধানে এবার জোড় দেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে। রাজ্যের ২০টি জেলায় ৮০০ গ্রাম পঞ্চায়েতে দলের তরফে পাঠানো ‘দিদির দূত’-এর কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে কাজের জন্য প্রশাসনিক স্তরেও প্রস্তুতি চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct