আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে লোগা অঞ্চলের সাকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অগ্নিনির্বাপক পরিষেবার কর্মকর্তা কর্নেল পাপা অ্যাঞ্জ মিশেল দিত্তা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct