সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: অবিলম্বে অযোগ্য অঞ্চল সভাপতিদের বদল করার দাবিতে সিমলাপালে বিধায়ক সহায়তা কেন্দ্র চাবি দিয়ে চেয়ার ভাঙচুর করলেন খোদ তৃণমূল কর্মীরা। তালডাংরা বিধানসভার বিধায়ক এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠিক জেলা সভাপতির বিরুদ্ধে শ্লোগান তুলে উগরে দিলেন ক্ষোভ। পঞ্চায়েত ভোটের আগে চরম অস্বস্তিতে শাসক তৃণমূল। আর এই ঘটনায় কটাক্ষ বিজেপির। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিধায়ক সহায়তা কার্যালয়ে সামনে সোমবার ক্ষোভে ফেটে পড়লেন বিক্রমপুর ও মন্ডলগ্রাম ব্লকের তৃণমূল কর্মীরা। সেখানে তারা জড়ো হয়ে বিধায়ক ও জেলা সভাপতির বিরুদ্ধে শ্লোগান দিয়ে তালা ঝুলিয়ে দেন বিধায়ক কার্যালয়ে। ভাঙচুর করতে দেখা যায় চেয়ার। অবিলম্বে তারা তৃণমূলের বিক্রমপুর ও মন্ডলগ্রাম অঞ্চল সভাপতিদের পরিবর্তন করার দাবি জানান। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার বেশ কয়েকটি অঞ্চলে কয়েক জনকে সরিয়ে নতুন অঞ্চল সভাপতি ঘোষণা হয়েছে। তারপর আজ সকালে তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লকের বিধায়ক সহায়তা কার্যালয়ে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখিয়ে চেয়ার ভেঙে তালা লাগিয়ে দেন। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক তৃণমূল। আর এই ঘটনা নিয়ে শাসক দলকে নিশানা করে কটাক্ষ করেছে বিজেপি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct