আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে রাস্তার উপর রাখা একটি মাইন চলন্ত বাসের ধাক্কায় বিষ্ফোরিত হলে, অন্তত ১০ যাত্রীর প্রাণহানি ঘটে। সোমবার আঞ্চলিক গভর্ণর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এ কথা জানান। খবর এএফপি’র। গভর্নর হুবার্টের এক বিবৃতিতে বলা হয়, রোববার বিকেলের ওই দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের এই অঞ্চলের প্রধান শহর ফাদা ন’গুরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীরা নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct