নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়া জেলার বাগান্ডা রনমহল কোরানিয়া হাই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির হাওড়া জেলার ১৬ তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন ও নবাগত প্রধান শিক্ষক সহশিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ৩ শত প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধানত আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি ২০২৩ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা হয়। মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, এই মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির অবদান আজকের মাদ্রাসা পর্ষদকে স্বয়ংসম্পূর্ণ মর্যাদা আদায় করা ও মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলির অনুমোদন, সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের বেতন কাঠামো বিভিন্ন বিষয়ে দীর্ঘ ৪৮ বছর ধরে আন্দোলন করে আসছে। সাজ্জাদ হোসেন আরো বলেন আগামী দিনেও এ রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদ্বন্দ্বিতার বাজারে যোগ্য প্রতিযোগী করে তুলতে হবে। সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আলী হোসেন মিদ্দা, কনভেনার সৈয়দ শাফাখাত হোসেন সহ বহু বিশিষ্ট শিক্ষকরা। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আয়াতুল্লাহ ফারুক, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সিরাজ মল্লিক, এলাকার প্রধান গোপীনাথ ব্যানার্জি সহ বহু বিশিষ্টজনেরা। সভা পরিচালনার ক্ষেত্রে প্রধান উদ্যোগী ছিলেন রনমহল মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী বন্ধুরা। মাদ্রাসা শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct