দেবাশীষ পাল, মালদা, আপনজন: যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ সালের বাতিল ঘোষণা পরেই বুধবার মালদা জেলায় চাকরি হারাদের বিক্ষোভ মিছিল ও ডিআই অফিস ঘেরাও। মালদায় পথে নামলেন মালদার চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বুধবার তারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের ব্যানারে মিছিল করলেন মালদা শহরের বুকে।বুধবার চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিলে মালদা টাউন হলের সামনে থেকে মিছিল করেন। ‘মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে ডিআই অফিসে পৌঁছায়।
মিছিলে সামিল মালদার চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দাবী করেন, তারা সকলেই যোগ্য। কোনরকম দুর্নীতির সঙ্গে তারা জড়িত নন। তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্যদের তালিকা দিতে না পারায় তাদের চাকুরি বাতিল হয়েছে। এর প্রতিবাদেই তারা ডি.আই অফিস অভিযান করছেন। তাদের দাবী এসএসসি-কে ও.এম.আর-এর মিরর ইমেজ প্রকাশ করে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। এসএসসি-কে যোগ্য-অযোগ্যদের সার্টিফায়েড কপি ওয়েবসাইট ও সংবাদপত্রে প্রকাশ করতে হবে। সেই কপি জমা দিতে হবে সুপ্রিম কোর্টে বলে দাবি তুলেন। সর্বোপরি যোগ্যদের চাকুরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে সরকারকে। এই সমস্ত দাবীতেই আজ তারা ডিআই অফিস অভিযান করছেন।
মালদহে চাকরি হারাদের ডিআই অফিস ঘেরাও ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় । ডি আই অফিসে তালা মেরে বিক্ষোভ চাকরি হারাদের।সেই পরিস্থিতিতে বাধা দিতেই পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরি হারাদের। ঘটনা ঘিরে আজ বুধবার সকাল থেকেই চরম উত্তেজনা মালদাহের অতুলচন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত ডি আই অফিস চত্বরে। ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ । আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হোন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct