নাজিম আক্তার, চাঁচল, আপনজন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে ভাঙন।দলীয় নেতৃত্বদের উপর একাধিক ক্ষোভ উগড়ে দল ছাড়লেন তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ মর্তুজা আলী। সোমবার সন্ধ্যায় চাঁচলের ভগবানপুরের অরবরা গ্রামে কংগ্রেসের যোগদান সভায় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহম্মদ মর্তুজা আলীর সাথে আরো ৫০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন বলে খবর।এদিন চাঁচল-১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক ও মতিহারপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি কামালউদ্দিনের হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল ত্যাগ করে অঞ্চল সভাপতি বলেন,তৃণমূলে কোনো নিয়ম শৃংখলা নেই। এটা হচ্ছে তোলাবাজির দল। এখানে থেকে মানুষের কাজ করা যাচ্ছে না। দমবন্ধ হয়ে যাচ্ছে। যদিও চাঁচল-১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী জানান,দুর্নীতি দায় এড়াতে ভোটের আগে সবাই সরে যাচ্ছে। ঠিক তেমনটা আশঙ্কা করে দল ছেড়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct