মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের অত্যান্ত গুরুত্বপূর্ন সেহারাবাজার আউট পোস্ট । সাত নম্বর রাজ্য সড়ক অর্থাৎ বর্ধমান আরামবাগ রোডের কারণে অনেক গুরুত্ব বেড়েছে ।রায়না , খন্ডঘোষ ও মাধবডিহি থানার সংযোগ স্থল এই সেহারাবাজার ।বাস স্ট্যান্ড ,রেল স্টেশন ,কুড়ির বেশি স্কুল থাকার কারণে হাজার হাজার মানুষের আনাগোনা । এই আউট পোস্টের বড়বাবু হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাব ইন্সপেক্টর কৃপা সিন্ধু ঘোষ । তরুণ তুর্কি এই পুলিশ অফিসার দায়িত্ব গ্রহণের পরই নিরাপত্তা বিষয়ক কাজে নেমে পড়েছেন । তার এলাকা চত্বরে প্রায় বেশির ভাগ মানুষের কাছে গিয়ে এলাকার নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন। আলোচনার পাশাপাশি এলাকায় কোন অসুবিধা আছে কিনা তাও জেনে নেন।পাশাপাশি এই এলাকায় যে সমস্ত ব্যাঙ্ক প্রতিষ্ঠান,পেট্রোল পাম্প,সোনার দোকান,সিএফসি কাউন্টার,এটিএম,সি এস পি কাউন্টারএবং বড় অঙ্কের টাকার লেনদেন হয় এমন ব্যবসায়ীক প্রতিষ্ঠানেও যাচ্ছেন তিনি। প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দোকানের মালিক এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। হটাৎ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আগে কোন ভাবে জানতে পারলে এবং সন্দেহভাজন কোন ব্যক্তি নজরে আসলে যেনো অতিসত্বর আউট পোস্ট এবং রায়না থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করা হয়,এমনটাই জানালেন সেহারাবাজার পুলিশ ফাঁড়ির ওসি কৃপা সিন্ধু ঘোষ। নতুন বড়বাবুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ব্যাবসায়ী,সমস্ত প্রতিষ্ঠান সহ সকল মানুষজন। সাধারণ মানুষের নতুন ওসির কাছে আবেদন, যানজট মুক্ত সেহারাবাজার উপহার দেওয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct