আপনজন ডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব এক রূপান্তরমূলক যাত্রায় এগিয়ে চলেছে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের দিক দিয়ে। শিক্ষা, ব্যবসা, কর্ম এবং সামাজিক জীবনে নারীদের অকল্পনীয় সুযোগের দ্বার উন্মোচিত হচ্ছে। সৌদির নারীরা সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। আরব নিউজের সঙ্গে বিস্তৃত এক সাক্ষাৎকারে সৌদি আরবের রাজকুমারী লামিয়া বিনতে মাজিদ আল-সৌদ এমনটাই বলেছেন।
তিনি সৌদি নারীদের উল্লেখযোগ্য অগ্রগতি ও জাতির ভাগ্য গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সেই সঙ্গে লিঙ্গ সমতার দিকে তার দেশের অগ্রগতি নিয়ে প্রশংসা করেন।
লামিয়া বলেন, আমাদের গতি আছে। এখন আমাদের সময়। এখন আমাদের জ্বলে ওঠার সময়। এই সুযোগ হারানোর কোনো সুযোগ নেই।
রাজকুমারী লামিয়া বলেন, আপনি কি কল্পনা করতে পারেন যে, ক্ষমতার পরিমাণ কত? আপনি কি কল্পনা করতে পারেন, সৌদি নারীদের জন্য সমস্ত দরজা খোলা, সমস্ত সমর্থন, সমস্ত উদ্যোগ...। শিক্ষার সুযোগ, প্রশিক্ষণ, চাকরি, যা কিছু ঘটছে, সবকিছুর দরজাই খোলা।
লামিয়া একটি উদাহরণ শেয়ার করেন, যেখানে তিনি সৌদি আরব এবং অন্যান্য অঞ্চলের মধ্যে নারী অধিকারের পার্থক্য তুলে ধরেন।
তিনি বলেন, অনেক পশ্চিমা দেশে সরকারি প্রতিষ্ঠানে নারীদের সমান বেতনের মতো লিঙ্গ সমতার বিষয়গুলো এখনো বিতর্কিত। তবে সৌদি আরবে, অসম বেতনের যে কোনো ঘটনা আইনি মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধান করা যেতে পারে।
তিনি বলেন, সৌদি আরবে, যে কোনো প্রতিষ্ঠানে, যদি আমি প্রমাণ করি যে একজন পুরুষ আমার চেয়ে এক রিয়াল বেশি নিচ্ছে, তাহলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে মামলা করতে পারি।
রাজকুমারী নারী-পুরুষের সমতায় জোর দিয়ে বলেন, নারী-পুরুষের সম্পর্ক, এইভাবেই আমরা এই পৃথিবী গড়ে তুলি। স্রষ্টা আমাদের এভাবেই সৃষ্টি করেছেন। আমাদের পুরুষদের প্রয়োজন এবং তাদেরও আমাদের প্রয়োজন। কেউই অন্যজনকে ছাড়া এগোতে বা এগিয়ে যেতে পারে না। এটাই বাস্তবতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct