আলফাজুর রহমান , তেহট্ট, আপনজন: তেহট্টের চার বীর জওয়ানের পরিবারকে তেহট্টে এসে সমবেদনা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শহীদ সুকান্ত মন্ডল, শহীদ সুদীপ বিশ্বাস, শহীদ সুবোধ ঘোষ ও শহীদ ঝন্টু আলী শেখ চার শহীদ জওয়ানের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে দুই লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা।
মঙ্গলবার তেহট্ট জিৎপুর মোড়ে বিজেপির তৈরি নাগরিক মঞ্চ করা হয়েছিল নিহত সেনাদের শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে। উপস্থিত ছিলেন চার নিহত সেনার পরিবার। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রথমে নিহত সেনাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে এসেই সেনার পরিবারদের হাঁটু গেড়ে প্রমাণ করেন, এরপর চার বীর জওয়ানের পরিবারবর্গের সদস্য ও সদস্যদের গলায় দলীয় উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, পাশাপাশি আর্থিক অনুদান তুলে দেন ও সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন । এবং মঞ্চে থেকে বক্তব্যের মধ্য দিয়ে ভারত মাতার চার বীর জওয়ান ও তাদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct