রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: এবার ইলিশের বাহার মুর্শিদাবাদে অন্যান্য বছরের রেকর্ড ছাড়িয়ে এবছর গঙ্গায় যেন ইলিশের বাহার। ঝাঁকের ঝাঁক উঠছে ইলিশ। সম্প্রতি দিন কয়েক থেকেই ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি সহ বিভিন্ন প্রান্তে ব্যাপক ইলিশ উঠছে গঙ্গা থেকে। ফলে জেলেরা ছোট বড় বিভিন্ন সাইজের প্রচুর পরিমাণে ইলিশ পাচ্ছেন। সেই ইলিশ গঙ্গা থেকে নিয়ে আসা হচ্ছে বাজারে। সকালে বাজারে দাম একটু বেশি থাকলেও, বিকেলে গঙ্গা থেকে ধরে নিয়ে আসা ইলিশ মাছগুলো একেবারেই সস্তা দামে বিক্রি হচ্ছে। ইলিশের সাইজ অনুযায়ী দাম থাকলেও একটু ছোট সাইজের ইলিশ মাত্র ৫০ টাকায় ২৫০ গ্রাম পাওয়া যাচ্ছে। ২০০ টাকা থেকে শুরু হয়ে সাইজ অনুযায়ী ৫০০, ৬০০ কিংবা তারও বেশি পর্যন্ত দামে ইলিশ মিলছে সামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারে। বছরের অন্যান্য সময়ে ব্যাপক দাম থাকলেও এই মুহূর্তে সস্তায় ইলিশ পেয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অন্য সময় ইলিশ খেতে না পেলেও এই মুহূর্তে ইলিশের আনন্দে মোজেছে সকলেই। বাসুদেবপুর বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গঙ্গায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। স্বাভাবিক কারণেই ইলিশের দাম একেবারেই কমে গিয়েছে। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা এমনকি রাতেও নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। উঠছে ঝাকের ঝাক ইলিশ। কোনোটা ৪০০ গ্রাম, কোনোটা ৫০০ আবার কোনোটা ৭০০-৮০০ গ্রাম ও কেজির উপরে ওজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct