এম মেহেদী সানি l, গাইঘাটা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ৷ সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ, জলের নিচে কয়েক হাজার বিঘা কৃষি জমি ৷ ইতিমধ্যেই দুর্গত মানুষের সহায়তায় খোলা হয়েছে ত্রাণ শিবির, কমিউনিটি কিচেন ৷ বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের সুটিয়া, রামনগর, পাঁচপোতা সহ মোট ছটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ জলমগ্ন এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী । এ দিন তিনি গাইঘাটার বিভিন্ন ত্রাণ শিবিরেও যান, সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার, সেচ দপ্তরের জেলা আধিকারিক, গাইঘাটা ব্লকের জনপ্রতিনিধিরা সহ অন্যান্য প্রতিনিধিরা । জলমগ্ন এলাকার দুর্গত মানুষরা জেলা শাসক কে পেয়ে তাঁদের সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন ৷ দাবি ওঠে মৃতপ্রায় ইছামতি সংস্কার করা নিয়েও ৷ ইছামতি নদী সংস্কার নিয়ে একটি রিপোর্ট তৈরি করে প্রয়োজনে নদী সংস্কারের ব্যবস্থা করা হবে বলে জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার মানুষদের সহযোগিতা করার জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয় । বর্তমানে জল বাহিত রোগের পাশাপাশি সাপের কামড় এবং বন্যা পরবর্তী সময়ে দুর্গত এলাকাবাসীকে কিভাবে রোগ মুক্ত রেখে স্বাভাবিক ছন্দে ফেরানো যায় তা নিয়েও এদিন আলোচনা হয় ৷ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী বলেন, ‘ইতিমধ্যেই সরকারি ভাবে আমরা জলমগ্ন দুর্গত মানুষের জন্য ত্রাণ শিবির, কমিউনিটি কিচেন, শুকনো খাবার, বস্ত্রের ব্যবস্থা করেছি ৷ আজ জেলাশাসক নিজে গাইঘাটার জলমগ্ন এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখলেন ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct