আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুইজন। রোববারের দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, বন্যায় তেরনাতে শহরে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি বলেছে, ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসরনাস বলেছে, ভূমিধস এবং ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলমান রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বিএনপিবি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ‘সবাইকে আমরা সতর্ক থাকার অনুরোধ করছি। আপনারা দয়া করে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।’
এর আগে মে মাসে, দেশটির পশ্চিম সুমাত্রা অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct