রাজু আনসারী , অরঙ্গাবাদ, আপনজন: কনকনে হাড়কাঁপানো ঠান্ডার সময়ে অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করল শিবম এডুকেশন এ্যান্ড সোশাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় ও জাকির হোসেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের অরঙ্গাবাদ বোরবোনা হাট সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান করে প্রায় সাত হাজার গরিব দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও প্রত্যেককে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মূলত সুতি থানার বিভিন্ন এলাকার বাসিন্দাদের হাতে এই অনুষ্ঠানে শীতের কম্বল তুলে দেওয়া হয়।
এদিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম এডুকেশন এ্যান্ড সোশাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধর প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পুলিশ জেলার জেলা সুপার আনন্দ রায়, ফারাক্কা এসডিপিও আমিনুল ইসলাম, জঙ্গিপুর পুলিশ জেলার সিআই সরুপ বিশ্বাস, সুতি থানার ওসি বিজন রায়, সমাজসেবী লতিবউদ্দিন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কনকনে শীতের এই সময়ে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করায় শিবম এডুকেশন এ্যান্ড সোশাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোক্তাদের সাধুবাদ জানান সাধারন মানুষ। বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন বিগত ৩০ বছর ধরেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে শিবম এডুকেশন এ্যান্ড সোশাল ওয়েলফেয়ার ট্রাস্ট। তিনি আরও বলেন জঙ্গিপুরে আমার মেডিকেল কলেজ হচ্ছে সেখানে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct