আপনজন ডেস্ক: ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ১৩৩ তম সংস্করণ ২৭ জুলাই শুরু হবে।
এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হবে অসমের কোকরাঝাড় ও কলকাতার কোকরাঝাড় ছাড়াও নতুন দুই শহর জামশেদপুর ও শিলংয়ে।
ডুরান্ড কাপ ২০২৪: দল ও টুর্নামেন্টের বিন্যাস
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ, আমন্ত্রণমূলক দল এবং সশস্ত্র বাহিনীর স্কোয়াড সহ ভারতীয় ফুটবলের বিভিন্ন ক্ষেত্রের ২৪টি দল অংশ নেবে।
গত বছরের মতো এ বছরও আন্তর্জাতিক দলগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। রাউন্ড রবিন লিগ ও নকআউট ফরম্যাটে ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে, যার মধ্যে আটটি দল - গ্রুপ বিজয়ী এবং দুটি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল - নকআউট পর্বে অগ্রসর হবে।
ডুরান্ড কাপ ২০২৪: সময়সূচী এবং ভেন্যু
কলকাতায় তিনটি গ্রুপ এবং কোকরাঝাড়, শিলং এবং জামশেদপুর প্রত্যেকে একটি করে গ্রুপ আয়োজন করবে। ডুরান্ডের তিনটি মর্যাদাপূর্ণ ট্রফি ১০ জুলাই নয়াদিল্লি থেকে শুরু হয়ে ২৭ জুলাই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (ভিওয়াইবিকে) উদ্বোধনী ম্যাচের আগে কলকাতায় পৌঁছাবে।
টুর্নামেন্ট চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ফাইনাল। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে রেকর্ড ১৭তম বারের মতো টুর্নামেন্ট জিতে মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct